সংবাদ শিরোনাম: |
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, চাদঁপুর জেলা, মতলব-উওর উপজেলা ৯নং জহিরাবাদ ইউনিয়নের নেদামদী-জামতলা গ্রামের সিকদার বাড়ি ও কিছু স্বার্থান্বেষী প্রতিবেশী ইচ্ছাকৃতভাবে আমাদের মূল বাড়ি ও বাগানের মধ্যখান দিয়ে জোরপূর্বক রাস্তা নেয়ার জন্য পায়তারা করছেন এবং সাংবাদিকদের দিয়ে একপাক্ষিক ভাবে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে বেসরকারি টিভি চ্যানেল চ্যানেল২৪,ইনডিপেনডেন্ট টিভি,নাগরিক টিভি,কালবেলা ডিজিটাল,কিছু সংবাদপত্র, স্যোসাল মিডিয়া এমনকি ইউটিউবে ছড়িয়ে জনমনে ভুল ধারণা তৈরি করছে।
তারা প্রচার করতেছে যে, মজুমদার বাড়ি ও বাগানের মধ্য খান দিয়ে দশ(১০) গ্রামের লোকজন এবং দুইশত(২০০) পরিবারের চলাচল রয়েছে এবং মজুমদার বাড়ি লোকজন চলাচলে বাধা প্রদান করতেছে।
এই মিথ্যা প্রচার সম্পূর্ণভাবে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর। বাস্তবে, মজুমদার বাড়ি ও তাদের বাগানের মধ্য খান দিয়ে চলাচলের একমাত্র সুবিধাভোগী সিকদার বাড়ির লোকজন।
সিকদার বাড়ি হইতে চলাচলের জন্য একাধিক বিকল্প রাস্তা থাকা সত্তেও গায়ের জোরে এবং প্রতিহিংসাপরায়ণ হয়ে অজ্ঞাতনামা লোকজনকে আর্থিক সুবিধার মাধ্যমে প্রলুব্ধ করে আমাদের বাড়ির মধ্যখান দিয়ে চলাচলের ব্যাক্তিগত রাস্তা সৃজনের উদ্দেশ্যে বিভিন্ন ভাবে অপচেষ্টা করিয়া আসছে। একইসাথে আমাদের এবং আমাদের আত্মীয়দের সাথে খারাপ আচরণ এবং মানহানিকর বক্তব্য দিচ্ছে, আমরা অতি সাধারন অরাজনৈতিক পরিবার হওয়া সত্তেও আওয়ামী লীগ ট্যাগ দিয়ে হেয় প্রতিপণ্য, মানহানি ও সম্মানহানী করিতেছে।
এলাকার বয়োজ্যেষ্ঠরা এবং স্থানীয় জনগণ সবাই এ বিষয়ে অবগত। এই মিথ্যা তথ্য ছড়িয়ে কিছু ব্যক্তি গ্রামের পরিবেশকে অস্থির করে তুলছে এবং জনসাধারণের মাঝে বিভেদ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে, যা সামাজিক শান্তিপূর্ণ সহাবস্থানের পরিপন্থী। আমরা মজুমদার বাড়ির পক্ষ থেকে এই মিথ্যা তথ্য ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ইব্রাহীম মজুমদার ও তার পরিবার, মতলব উত্তর, চাঁদপুর।