সংবাদ শিরোনাম: |
পটুয়াখালী জেলা সফরের অংশ হিসেবে পর্যটন এলাকা কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন খাদ্য ও ভূমি-মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
বৃহস্পতিবার(১৯ জুন) বিকেলে কুয়াকাটা সমুদ্র সৈকতের পর্যটন পার্ক হলরুমে অত্র এলাকার সরকারি খাস জমি সংক্রান্ত বাস্তবচিত্র এবং সকল সরকারি সম্পত্তি নিয়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বিস্তারিত আলোচনা করেন ।
এ সম পটুয়াখালী জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:রবিউল ইসলাম, কুয়াকাটা পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক সহ ভূমি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের পটুয়াখালী জেলাসহ বিভিন্ন জেলার কর্মকর্তাবৃন্দ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
বৈরী আবহাওয়া সত্ত্বেও আলোচনা শেষে উপদেষ্টা কুয়াকাটা সমুদ্র সৈকত পরিদর্শন করে পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন।
জানা যায়, তার এই পরিদর্শনের মাধ্যমে পটুয়াখালী জেলা ও কুয়াকাটা সৈকতের আশেপাশে সকল খাস জমি নিয়ে সরকারের একটি টেকসই পরিকল্পনা রয়েছে যা বাস্তবায়ন হলে জনকল্যাণের সেবা বৃদ্ধি পাবে। এর আগে উপদেষ্ঠা পটুয়াখালী হয়ে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করে কুয়াকাটায় আগমন করেন।