রবিবার ● ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
×
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: দেশেরডাক প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান, শিশুসহ নিহত ১৮০ দেশেরডাক জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে দেশেরডাক জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা দেশেরডাক গোপালগঞ্জে সহিংসতা: চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬ দেশেরডাক ইসরায়েলি অবরোধে গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, হামলায় নিহত আরও ১১৬ দেশেরডাক প্রতিদিন বাংলাদেশ'র নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহকে সংবর্ধনা দেশেরডাক সুন্দরবন বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের মূল স্তম্ভ দেশেরডাক সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা দেশেরডাক লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ দেশেরডাক গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউয়ের সময়
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
সাবেক এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু ৫ দিনের রিমান্ডে
প্রকাশ : শুক্রবার, ২০ জুন , ২০২৫, ০৯:৫৮:০০ এএম
ময়মনসিংহ ব্যুরো:
Desherdak_2025-06-20-6854dcfd5d87b.jpg

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর (৬০) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পরে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. শরিফুল হক এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালত পরিদর্শক পীরজাদা মোস্তাছিনুর রহমান। তিনি বলেন, দুপুরে আসামিপক্ষের কয়েকজন আইনজীবী আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর জামিন আবেদন করেন। কিন্তু আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তিনি এখন কারাগারে। মামলার তদন্ত কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সোহরাব আলী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে ময়মনসিংহের রেদোয়ান হাসান সাগর (২৪) হত্যার ঘটনায় কাজিম উদ্দিন আহম্মেদ ধনুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় তিনি গ্রেফতার ছিলেন।

একই ঘটনায় ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত উদ্দিন আহাম্মদের করা মামলায় আদালতে কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। এসময় আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১৫ মে ঢাকার আফতাব নগর এলাকা থেকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনুকে গ্রেফতার করা হয়।

ওই মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৯ জুলাই দুপুরের দিকে যাত্রাবাড়ী থানাধীন উত্তর কুতুবখালী বউবাজার রোডে মাদরাসার সামনে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী মোহাম্মদ আরিফ (১৮) গুলিবিদ্ধ হয়।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি। এ ঘটনায় ২৬ আগস্ট নিহতের বাবা মোহাম্মদ ইউসুফ যাত্রাবাড়ী থানায় ২৪৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। গ্রেফতার কাজিম উদ্দিন আহম্মেদ ধনু এ মামলার ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝