রবিবার ● ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
×
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: দেশেরডাক প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান, শিশুসহ নিহত ১৮০ দেশেরডাক জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে দেশেরডাক জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা দেশেরডাক গোপালগঞ্জে সহিংসতা: চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬ দেশেরডাক ইসরায়েলি অবরোধে গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, হামলায় নিহত আরও ১১৬ দেশেরডাক প্রতিদিন বাংলাদেশ'র নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহকে সংবর্ধনা দেশেরডাক সুন্দরবন বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের মূল স্তম্ভ দেশেরডাক সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা দেশেরডাক লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ দেশেরডাক গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউয়ের সময়
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
মহিপুরে সিভিক ফোরামের সামাজিক জবাবদিহিতা বিষয়ক কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জুন , ২০২৫, ০৪:৫৯:০০ পিএম
মিজানুর রহমান রিপন, মহিপুর(পটুয়াখালী):
Desherdak_2025-06-19-6853eef2d38d8.jpg

পটুয়াখালীর মহিপুর থানার অন্তর্গত মহিপুর ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির উদ্যোগে ও ওয়েভ ফাউন্ডেশন সংস্থার আয়োজনে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ বিষয়ক সামাজিক জবাবদিহিতা ও উপকরণ বিতরণ কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ১৮ জুন) সকালে মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মহিপুর ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক হারুনর রশিদ এর সভাপতিত্বে এ কারিগরি প্রশিক্ষণ শুরু করা হয়।

দিনব্যাপী এ কারিগরি প্রশিক্ষণ প্রেজেন্টেশনের মাধ্যমে, গ্রুপভিত্তিক আলোচনা ও মত প্রকাশ এবং গ্রুপভিত্তিক উপস্থাপনা করা হয়। দুইটি সেশনের মাধ্যমে জলবায়ু সুশাসন ও শক্তিশালীকরণ এবং উন্নত দেশগুলো কার্বন ডাইঅক্সাইড নির্গমনের ফলে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর জীবন মান , কপ সম্মেলন,ভূপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক অবক্ষয়, আমাদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

উপস্থিত সদস্যদের মধ্যে গ্রুপভিত্তিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সামাজিক সুরক্ষা বিষয়ে পোস্টারিং এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলবায়ুর প্রভাবে বিভিন্ন সুপারিশ ও মতামত উপস্থাপিত হয়। ওয়েভ ফাউন্ডেশন সংস্থার কলাপাড়া উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আরিফুর রহমান ও মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খান প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করেন।

ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য মিজানুর রহমান রিপন বলেন, আজকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিভিক ফোরামের সকল সদস্য উপস্থিত হওয়ার জন্য এবং ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তাদের কারিগরি প্রশিক্ষণ টি সুন্দর ও সফলভাবে পরিচালনার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ কারিগরি প্রশিক্ষণ সভায় আরো অংশগ্রহণ করেন মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খান, ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য মোসা:মিনারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মমিন, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ইউপি সদস্য ফৌজিয়া খানম, প্রধান শিক্ষক তৃপ্তিরানী, সিদ্দিক হাওলাদার,আইয়ুব আকন ফিরোজ, প্রধান শিক্ষক সাইদুর রহমান,জাহিদ গাজী, জাগো নারী'র জাকিয়া আক্তার সহ উপস্থিত ছিলেন ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

এ জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ সামাজিক জবাবদিহিতা ও উপকরণ বিতরণ প্রশিক্ষণ টি পরিচালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশন সংস্থার কলাপাড়া উপজেলা কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা: সোনিয়া আক্তার।

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝