সংবাদ শিরোনাম: |
পটুয়াখালীর মহিপুর থানার অন্তর্গত মহিপুর ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির উদ্যোগে ও ওয়েভ ফাউন্ডেশন সংস্থার আয়োজনে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ বিষয়ক সামাজিক জবাবদিহিতা ও উপকরণ বিতরণ কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার( ১৮ জুন) সকালে মহিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে মহিপুর ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত শিক্ষক হারুনর রশিদ এর সভাপতিত্বে এ কারিগরি প্রশিক্ষণ শুরু করা হয়।
দিনব্যাপী এ কারিগরি প্রশিক্ষণ প্রেজেন্টেশনের মাধ্যমে, গ্রুপভিত্তিক আলোচনা ও মত প্রকাশ এবং গ্রুপভিত্তিক উপস্থাপনা করা হয়। দুইটি সেশনের মাধ্যমে জলবায়ু সুশাসন ও শক্তিশালীকরণ এবং উন্নত দেশগুলো কার্বন ডাইঅক্সাইড নির্গমনের ফলে বিশ্বের ক্ষতিগ্রস্ত দেশগুলোর জীবন মান , কপ সম্মেলন,ভূপৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক অবক্ষয়, আমাদের করনীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
উপস্থিত সদস্যদের মধ্যে গ্রুপভিত্তিক ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সামাজিক সুরক্ষা বিষয়ে পোস্টারিং এর মাধ্যমে ঘূর্ণিঝড় ও জলবায়ুর প্রভাবে বিভিন্ন সুপারিশ ও মতামত উপস্থাপিত হয়। ওয়েভ ফাউন্ডেশন সংস্থার কলাপাড়া উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ আরিফুর রহমান ও মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খান প্রশিক্ষণ শেষে উপকরণ বিতরণ করেন।
ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সাধারণ সম্পাদক ও মহিপুর প্রেসক্লাবের অন্যতম সদস্য মিজানুর রহমান রিপন বলেন, আজকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সিভিক ফোরামের সকল সদস্য উপস্থিত হওয়ার জন্য এবং ওয়েব ফাউন্ডেশনের কর্মকর্তাদের কারিগরি প্রশিক্ষণ টি সুন্দর ও সফলভাবে পরিচালনার জন্য অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ কারিগরি প্রশিক্ষণ সভায় আরো অংশগ্রহণ করেন মহিপুর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মোঃ ইব্রাহীম খান, ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির সহ-সভাপতি ও ইউপি সদস্য মোসা:মিনারা বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ মমিন, সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত শিক্ষক ও সাবেক ইউপি সদস্য ফৌজিয়া খানম, প্রধান শিক্ষক তৃপ্তিরানী, সিদ্দিক হাওলাদার,আইয়ুব আকন ফিরোজ, প্রধান শিক্ষক সাইদুর রহমান,জাহিদ গাজী, জাগো নারী'র জাকিয়া আক্তার সহ উপস্থিত ছিলেন ইউনিয়ন সিভিক ফোরাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
এ জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ সামাজিক জবাবদিহিতা ও উপকরণ বিতরণ প্রশিক্ষণ টি পরিচালনায় ছিলেন ওয়েভ ফাউন্ডেশন সংস্থার কলাপাড়া উপজেলা কমিউনিটি মোবিলাইজার অফিসার মোসা: সোনিয়া আক্তার।