রবিবার ● ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
×
সংবাদ শিরোনাম :
সংবাদ শিরোনাম: দেশেরডাক প্রবল বর্ষণে বিপর্যস্ত পাকিস্তান, শিশুসহ নিহত ১৮০ দেশেরডাক জুলাই-আগস্ট হত্যাকাণ্ড: সাবেক ৯ মন্ত্রীসহ ৩৯ জন ট্রাইব্যুনালে দেশেরডাক জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা দেশেরডাক গোপালগঞ্জে সহিংসতা: চার মামলায় আসামি ৩০০৮, গ্রেপ্তার ৩০৬ দেশেরডাক ইসরায়েলি অবরোধে গাজায় ৩৫ দিনের শিশুর অনাহারে মৃত্যু, হামলায় নিহত আরও ১১৬ দেশেরডাক প্রতিদিন বাংলাদেশ'র নবনির্বাচিত চেয়ারম্যান সিফাতুল্লাহকে সংবর্ধনা দেশেরডাক সুন্দরবন বাংলাদেশের অর্থনীতি, পরিবেশ ও জীববৈচিত্র্যের মূল স্তম্ভ দেশেরডাক সুন্দরবনে অসুস্থ চিত্রা হরিণকে চিকিৎসা দিলেন বনরক্ষীরা দেশেরডাক লালমোহনে আড়াই কোটি টাকার অবৈধ জাল জব্দ দেশেরডাক গোপালগঞ্জে আরও বাড়ল কারফিউয়ের সময়
Ad for sale 100 x 870 Position (1)
Position (1)
নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

❒ আছেন অছাত্র, বিবাহিত,চাকুরীজীবিও

প্রকাশ : বৃহস্পতিবার, ১৯ জুন , ২০২৫, ০৪:৫২:০০ পিএম
জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
Desherdak_2025-06-19-6853ed9ba3742.jpg

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি গঠিত হয়েছে বিগত ৪ বছর আগে।

জানা গেছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০২১ সালের ১৬ জুন ইমরান হোসেন প্রধানকে আহ্বায়ক এবং আল আমিনকে সদস্য সচিব করে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

আহ্বায়ক কমিটির মেয়াদ ৩ মাস হলেও প্রায় চার বছর ধরে আহ্বায়ক কমিটি দিয়েই চলছে ইউনিটটির সাংগঠনিক কার্যক্রম। তবে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটির ১৬ জন সদস্যই মাঠে সক্রিয় নন, এমনকি অধিকাংশ নেতাকর্মীর ছাত্রত্বও শেষ হয়েছে অনেক আগেই।

অনেকে বিয়ে করে বাচ্চার বাবা হয়েও বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি পদপ্রত্যাশী।

অছাত্র ও বিবাহিতদের মধ্যে অন্যতম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কমিটির মোঃ মহিউদ্দিন (যুগ্ম আহবায়ক) : শিক্ষাবর্ষ: ২০১৩-২০১৪ বিভাগ: চারুকলা অনুসন্ধানে জানা যায়,সভাপতি পদপ্রার্থী যুগ্ম-আহ্বায়ক মোঃ মহিউদ্দিনের ছাত্রত্ব শেষ হয়েছে ২০২২ সালে ।

২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পরে মো: মহিউদ্দিন,একাধিক বিষয়ে মাস্টার্সে ভর্তি হওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর আবেদন করেন কিন্তু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী একাধিক বিষয়ে মাস্টার্স করার সুযোগ না থাকায় তার আবেদন বাতিল হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার।

এছাড়াও তিনি বিবাহিত, তার একটি ছেলে সন্তান রয়েছে।তার স্ত্রীর নাম নাসরিন আক্তার এবং ছেলের নাম মাহির স্বাদকিন জায়ান। মহিউদ্দিনের শ্বশুর আব্দুল হান্নান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক।

ফরহাদ হোসাইন (সাবেক সাংগঠনিক সম্পাদক) শিক্ষাবর্ষ: ২০১০-২০১১, বিভাগ: নাট্যকলা উল্লেখ্য গত ২১ মে ২০২৫ ইং তারিখে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এবং সম্ভাব্য পদ প্রত্যাশীদের ২২ মে সাক্ষাৎ গ্রহণ করেন। সেখানে ফরহাদ বলেন যদি অছাত্র এবং বিবাহিতরা পদ পায় তাহলে আমিও সভাপতি প্রার্থী। উল্লেখ্য যে ফরহাদ মাস্টার্স কমপ্লিট এবং দুই সন্তানের পিতা।

ইমরান আহমেদ ফরাজী(যুগ্ন আহবায়ক) : ২০১৫-২০১৬ সেশনের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের অনার্সে অধ্যয়নরত এবং অবিবাহিত। 

মোঃ মোসাদ্দেক আহসান নয়ন:(যুগ্ম আহবায়ক) EEE বিভাগের ২০১০-২০১১ সেশনের ছাত্র। কিন্তু কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ত্রিপোলি বিভাগের মাস্টার্স না থাকায় এবং অন্য বিষয়ে আবেদন না করার প্রেক্ষিতে তারও ছাত্রত্ব শেষ হয়।

জাহিদুল ইসলাম(যুগ্ন আহবায়ক): ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত এবং অবিবাহিত। 

আনোয়ার হোসেন (যুগ্ন আহবায়ক): অর্থনীতি বিভাগের ২০১১-২০১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত এবং অবিবাহিত।

অনিক (যুগ্ন আহবায়ক) : শিক্ষাবর্ষ: ২০১৩-২০১৪, বিভাগ: চারুকলা ছাত্রত্ব শেষ হয়েছে ২০২২ সালে। কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী একাধিক বিষয়ে মাস্টার্স করা সুযোগ না থাকায়। তার ছাত্রত্ব পাওয়া অনিশ্চিত এবং সে বিবাহিত।

হাবিবুর রহমান হাবিব (যুগ্ম আহবায়ক): চারুকলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র।বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত এবং ত্রিশালের রাহেলা হযরত মডেল স্কুলের খণ্ডকালীন শিক্ষক।

আব্দুর রহিম: ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের ২০১৫-২০১৬সেশনের ছাত্র। ছাত্রলীগের কমিটি তো তার নাম রয়েছে। ৫ই আগষ্ট তারিখের পরবর্তীতে ক্যাম্পাসে বিভিন্ন অপকর্ম করাই কেন্দ্রীয় ছাত্রদল তাকে বর্তমান কমিটি থেকে অব্যাহত দিয়েছে।

মো: শামিনুর ইসলাম (আহবায়ক সদস্য) : অর্থনীতি বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত এবং অবিবাহিত।

মারুফ হাসান মামুন (আহবায়ক সদস্য) : ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ফিল্ম এন্ড মিডিয়া বিভাগের শিক্ষার্থী এবং অবিবাহিত।

আব্দুল্লাহ আল মামুন: (আহবায়ক সদস্য) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বর্তমানে তার ছাত্রত্ব নেই এবং অবিবাহিত।

জাহিদ হাসান পারভেজ: চারুকলা বিভাগের ২০১২-২০১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

খাইরুল বাসার: লোকপ্রশাসন বিভাগের ২০১৩-২০১৪ সেশনের শিক্ষার্থী। বর্তমানে ছাত্রত্ব নেই।

শাকিল আহমেদ: ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

উল্লেখ্য গত ২১ মে ২০২৫ ইং তারিখে কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়। এবং সম্ভাব্য পদ প্রত্যাশীদের ২২ মে সাক্ষাৎ গ্রহণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি মো. শাকির আহমেদ, ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. রিসালাত ইসলাম সজীব, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধান এবং সদস্য সচিব মো: আল আমিন।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের অধিকাংশ ছাত্রনেতারা বলেন, বর্তমান কমিটি ২০২১ সালের কমিটি। কমিটি আরও আগেই বিলুপ্তির কথা থাকলেও সে সময়ে দেশের পরিস্থিতির জন্য নতুন করে আর কমিটি হয়নি। বর্তমান বাস্তবতায় যত দ্রুত নতুন কমিটি গঠন করা যায় ততই ভালো। আমরা চাই, দ্রুততম সময়ে যোগ্য নেতৃত্ব বাছাই করে কমিটি করা হোক। পাশাপাশি বিগত ১৫ বছরে হামলা-মামলার স্বীকার ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করা

আরও খবর

Ad for sale 225 x 270 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
🔝