সংবাদ শিরোনাম: |
❒ চরফ্যাশন
‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নযন প্রকল্প (২য পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ভোলার চরফ্যাশন উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে উপজেলা সমাজসেবা অফিসার মামুন হোসেনের সঞ্চালনায মূল প্রবন্ধ উপস্থাপকের বক্তব্য রাখেন ভোলা জেলা সমাজসেবা উপপরিচালক রজত ভোমিক সরকার।
সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি সভাপতিত্বে আলোচক হিসেবে বক্তব্য রাখেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, কোস্ট ফাউন্ডেশনের রাশিদা বেগম, আঞ্চলিক টিম লিডার। চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু ফরাজী, উপজেলা পশু সম্পদ কর্মকর্তা রমিজ আলী প্রমখ ।
সেমিনারে জানানো হয়, চরফ্যাশন উপজেলায় ৫ হাজার ২০২ জন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ কামার, লোকজ শিল্পী, কুমার, নাপিত, বাঁশ ও বেত পণ্য প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকজ যন্ত্র, নকশী কাঁথা শিল্পী ও শীতল পাটি প্রস্তুত করে জীবনযাপন করে থাকেন। এর মাঝে চরফ্যাশন উপজেলায় ৬শত ৯০জন এই প্রকল্পের ষুবিধা নেয়ার জন্য আবেদন করেন ।
জনগোষ্ঠীর বলা হয় প্রান্তিক এসব মানুষরা অবহেলিত অবস্থায় রয়েছেন। উৎপাদিত পণ্য সঠিকভাবে বাজারজাত করতে না পারায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের।অনেকে আবার পেশা ছেড়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তাদের জীবনমান উন্নয়নে সরকার কর্মসূচি নিয়েছে যাতে তাদের অবস্থার পরিবর্তন ঘটে।
জেলা সমাজসেবা উপপরিচালক রজত ভৌমিক সরকার জানান, প্রকল্পের দ্বিতীয় ফেইজে ভোলা জেলা চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায় কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এই দুই উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ দের প্রশিক্ষণ দিয়ে আর্থিকভাবে সহায়তা করা হবে। যাতে তারা উদ্যোক্তা হতে পারেন এবং মার্কেটিংয়ে ভূমিকা রাখতে পারেন।