| সংবাদ শিরোনাম: | 
 
                                                            ভোলার লালমোহনে "মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট" এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে লালমোহন পৌরসভা ৯নং ওয়ার্ড 'নাইন স্টার স্পোর্টিং ক্লাব' আয়োজনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ব্যাচ ২০০৮ বনাম আরিব সুপার জায়েন অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় আরিব সুপার জায়েন চ্যম্পিয়ন হয়।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাহিদুল ইসলাম নোমান পাটোয়ারীর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল পঞ্চায়েত।
অন্যানদের মধ্যে পৌরসভা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহাম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব জাকির ইমরান, ভোলা জেলা ক্রীড়া সংস্থার সদস্য মেহেরাব হোসেন অপি, লালমোহন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মুছা কালিমুল্লাহসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এ টুর্নামেন্টের মধ্য দিয়ে পৌরসভা ৯নং ওয়ার্ডে 'নাইন স্টার স্পোর্টিং ক্লাব' আত্মপ্রকাশ করে। যার উপদেষ্টা জাকির হোসেন মিঝি। টুর্নামেন্টে ৩য় স্থান অধিকার করে নাইন স্টার স্পোর্টিং ক্লাব।
এছাড়াও মো. মনির হোসেন ম্যান আফ দ্যা সিরিজ এবং তানভীর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। মীর ফরিদ মাহমুদ এর পরিচালনায় ও মো. সজিব, উচ্ছ্বাস, আপন, জিসান, আজিম, শাকিল, আবিদ এর সহযোগিতায় অনুষ্ঠিত মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম শর্টপিস ক্রিকেট টুর্নামেন্ট" এর স্পন্সার ছিলো, সমতা ট্যুর এন্ড ট্রাভেলস, কুলসুম মেডিকেল হল, আরিফ টেলিকম ও তালুকদার টেলিকম।